
নিজস্ব প্রতিবেদক : বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের উপর নথুল্লাবাদ বাস মালিক-শ্রমিকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা।
দুপুরে বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা জানান, হাফভাড়া দেয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচারন করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে হামলাও করা হয়। আমরা এই হামলার তিব্র নিন্দা জানাই । পাশাপাশি দ্র্রুত এ ঘটনায় বিচারের দাবি জানান তারা।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে হাফ ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানীসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।