
ভান্ডারিয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় শিক্ষার প্রসারে আরও একটি উদ্যোগ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় ভা-ারিয়া ওভার ব্রীজের পূর্বপাশে চৌধুরী পাড়ায় দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আমীর হোসেন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভা-ারিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার উপধ্যাক্ষা মাওলানা ফারুক হোসেইন, মিয়াবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেন, মাদ্রাসার সহকারী পরিচালক আবু নাঈম, প্রভাষক মোঃ মুরাদ হোসন, শিক্ষাক আব্দুল মালেক প্রমূখ।
বক্তারা বলেন, নারী শিক্ষা বিস্তারে এই ক্যাডেট মাদ্রাসা বিশেষ ভূমিকা রাখবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলাই এ মাদ্রাসার লক্ষ্য। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।