
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীগর্ভে জমিসহ গাছপালা ও বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জানা গেছে, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ওই ঘটনা ঘটে।
বাইশারি ইউনিয়নের বাসিন্দা ও আবু বকরের স্বজন ওয়াসিম মৃধা বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে ভাঙন শুরু হয়। চলমান ভাঙনে প্রায় ৫০ শতক জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে আমার চাচা শ্বশুর মো. আবু বকর ঘরামির বসতঘর ও বহু গাছপালা সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের অপেক্ষায় আমার শ্বশুরের ঘর।
আর মো. আবুবকর ঘরামি জানান, আমাদের মাথাগোঁজার শেষ আশ্রয়স্থলটুকু নদীতে চলে গেছে। পরিবার পরিজন নিয়ে কীভাবে আমরা জীবন যাপন করবো? জায়গা জমি, বসতঘর হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন!
এদিকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ভূক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।