1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুমকিতে বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুমকিতে বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর গর্ভে জমিসহ গাছপালা ও বসতঘর বিলীন লালমোহনে ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ ভান্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন বাবুগঞ্জের ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য : অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট বাজারে সবজিতে ভরপুর থাকলেও কমছে না দাম, নেপথ্যে সিন্ডিকেট বরিশালে ঘূর্ণিঝড় রেমালে নষ্ট ২৭২ টন সার ১৮ মাস পর মাটি চাপা পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর মৃত্যু বরিশালে স্ত্রীর তালাকনামা পেয়ে স্বামীর দুধ দিয়ে গোসল আমতলী হতদরিদ্র বাবার মেয়ের বিয়ের দায়িত্ব নিল ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন

দুমকিতে বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে বিরোধীয় জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন মিলন সিকদার (৫০), সুরমা বেগম (৩৫), সুরাইয়া বেগম (৩৮) ও শিশু রায়হান (৩)। গুরুতর আহত সুরাইয়াকে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মুরাদিয়ার ৭ নম্বর ওয়ার্ডের ভাঙাব্রীজ সংলগ্ন চরগরবদি গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্যামল শীল গং ও শাহীন আলম ফোরকান গংদের মধ্যে তিন একর আটত্রিশ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই জমির মালিকানা দাবি করে আসছেন। সর্বশেষ শাহীন আলম ফোরকান গংদের পক্ষে আদালত রায় দেওয়ায় তারা জমিতে ধান রোপণ করে। বিরোধীপক্ষ শ্যামল শীল গংরা রায়ের বিরুদ্ধে আপীল করার কথা জানান।

 

শুক্রবার সকালে শ্যামল শীল গংরা জবরদস্তি আধাপাকা ধান কাটতে গেলে ফোরকান গংরা বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ শ্যামল শীল গংরা পূর্বপরিকল্পিত ভাবে ধারালো দেশীয় রামদায়ের কোপে সুরাইয়া বেগম গুরুতর আহত হন। প্রথমে সুরাইয়াকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

এ বিষয়ে মনোতোষ চন্দ্র শীল বলেন, “বিরোধীয় জমি তাঁদের বাপ দাদার নামে রেকর্ডভুক্ত। প্রতিপক্ষ শাহীন আলম গংদের পক্ষে আদালত অসৎভাবে রায় দিয়েছেন। আমরা ওই রায়ের বিরুদ্ধে আপীল করেছি।

 

শাহীন আলম বলেন, “আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আমরা জমি রোপণ করেছি। বিরোধী পক্ষ জোর খাটিয়ে আমাদের আঁধা পাকা ধান কেটে নিচ্ছে। আমরা বাঁধা দিতে গেলে আমাদেরকে মেরে আহত করেছে।” স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কথা বলতে রাজি হননি।

 

ঘটনাস্থলে উপস্থিত থাকা দুমকি থানার এসআই সজীব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকেই উত্তেজিত অবস্থায় দেখতে পাই। পরিস্থিতি স্বাভাবিক করে কাটা ধানগুলো স্থানীয় জহিরুলের বাড়িতে জিম্মায় রাখা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

 

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network