
নলছিটি প্রতিনিধি//ঝালকাঠির নলছিটিতে আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন রিপন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন,ম্যানিজিং কমিটির সদস্য সাইদুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য সেলিম আহমেদ, সমাজসেবক বাদল হোসেন।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সম্মানও বয়ে আনে।