
নিজস্ব প্রতিবেদক // জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, রাষ্ট্র মেরামতের জন্য যে ১১টি কমিশন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে গণতন্ত্র ও বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে, আর এখনই হচ্ছে এটার সঠিক সময়। দেশে বিচারহীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জুলাই-আগষ্ট অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান সরোয়ার বলেন, শেখ হাসিনা শুধু আয়না ঘরই বানায়নি, সে বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত করছেন সেটি সবার সামনে প্রকাশ হয়েছে। আমরা দেখেছি কীভাবে প্রধান বিচারপতিকে হটিয়ে দিতে হয়ে, আমরা দেখেছি মিথ্যা মামলা দিয়ে কীভাবে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, আমরা দেখেছি তারেক রহমানকে খালাস দেওয়া বিচারপতিকে মালেয়শিয়ায় পালিয়ে যেতে হয়। এরকম করে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, আর সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি।
সরোয়ার আরও বলেন, খায়রুল বাশারের গ্রেপ্তারে মানুষ অত্যন্ত খুশি। কারণ তার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে এবং দেশের মধ্যে অরাজক-বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমনসহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন বরিশাল বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।
সংক্ষিপ্ত সমাবেশে ছাড়াও পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। যেটি আদালত চত্বর হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।”