
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার যুব ও ক্রীড়া বিভাগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভার মাধ্যমে পৌরসভা যুব ও ক্রীড়া বিভাগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নাজমুল আযম এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু তৈয়বকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এম.এ হাসান।
এ সময় তিনি বলেন, যুব সমাজই একটি দেশের ভবিষ্যৎ। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একজন যুবকের মধ্যে শৃঙ্খলা,
আত্মনিয়ন্ত্রণ এবং নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করছি নতুন কমিটির নেতৃবৃন্দ লালমোহন পৌরসভার
প্রতিভাবান যুবকদের জাতীয় পর্যায়েও তুলে ধরবে। খেলাধুলাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং মাদক ও অবক্ষয়
থেকে যুব সমাজকে দূরে রাখার যে চ্যালেঞ্জ আমাদের সামনে, এই কমিটি তা অতিক্রম করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠিত সভায় স্থানীয় ক্রীড়া সংগঠক, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, তরুণ সমাজ এবং পৌরসভার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।