
এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ কলাপাড়া থানা পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় অভিযান চালিয়ে উপজেলার ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোড় এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন মৃত ওবায়দুর রহমানের ছেলে। তার বাড়ি ধানখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লোন্দ গ্রামে। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”