প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
বাবুগঞ্জ রাজনীতি : গণসংযোগে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম শনিবার (১৮ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দেশের চলমান সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়বিচার, সততা ও ইসলামী মূল্যবোধের চর্চা থাকবে। জনগণের ভোটে সুযোগ পেলে আমি বাবুগঞ্জ-মুলাদি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই দলীয় প্রতীকের পক্ষে প্রচারণা চালান এবং এলাকাবাসীর সমর্থন কামনা করেন।
স্থানীয় জনগণ জানান, ইসলামী আন্দোলনের এই গণসংযোগে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই প্রার্থী মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।
আ/ই
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.