নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই ভূমি অফিসের পিয়ন নয়ন কুমারের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত নয়ন কুমার ইউনিয়ন ভূমি অফিসে আসা এক সেবাপ্রত্যাশীর কাছ থেকে ঘুষের টাকা গুনে নিচ্ছেন। যদিও বর্তমান সময়ে সকল ধরনের ভূমি সেবা অনলাইনে চালু থাকায় ভূমি অফিসে কোনো অর্থ লেনদেনের সুযোগ নেই। কিন্তু কৌশলে ওই পিয়ন সেবাপ্রত্যাশীদের ভুল বুঝিয়ে দ্রুত সময়ে কাজ করে দেওয়ার কথা বলে দর কষাকষি করে ঘুষ নিচ্ছেন।
এদিকে বিষয়টি গোপন রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িঘড়ি করে কাকিনা ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অন্যত্রে বদলি করেন। কিন্তু অজ্ঞাত কারণে এখনো নিজ পদে বহাল রয়েছেন অভিযুক্ত নয়ন কুমার।
রোববার (১৯ অক্টোবর) সরেজমিন জানা যায়, কাকিনা ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত পিয়ন নয়ন কুমার ভূমি অফিসে বিভিন্ন মৌজার জমির নামজারি, জমির খাজনা-খারিজ প্রদান, অনলাইন আবেদন, পর্চা উত্তোলনসহ জমি সংক্রান্ত নানা তথ্য প্রদানসহ ভূমি সংক্রান্ত সেবা দিচ্ছেন আর অনৈতিকভাবে বাড়তি টাকা নিচ্ছেন। যদিও ওই কাজগুলো তার করার কথা নয়।
এ সময় নয়ন কুমার অকপটে ঘুষ গ্রহণের কথা স্বীকার করে বলেন, আমি ডিসিআর বাবদ টাকা নিয়েছি ১৫শ টাকা, যার নির্ধারিত ফি ১১শ টাকা। বাকি ৪শ টাকা আমি যাতায়াত বাবদ নিয়েছি।
এদিকে ওই অফিসের পিয়ন পদ থেকে চাকরিতে অবসর নেওয়া আব্দুস সালাম সালাম নামে এক ব্যক্তি এখনো ভূমি অফিসে দালালি করে যাচ্ছেন। ভূমি অফিসের চাবিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তার কাছেই থাকে। তবে ক্যামেরার সামনে মুখ খোলেননি তিনি।
জানা গেছে, ওই অফিসের বর্তমান পিয়ন নয়ন ব্যক্তিগত (প্রাইভেটকার) গাড়িতে তার রংপুরে নিজ বাড়ি থেকে এসে অফিস করেন। তবে পিয়ন নয়ন কুমার জানান, ওই প্রাইভেট কারটি তার শ্বশুর উপহার দিয়েছেন। তবে প্রতিদিনের তেলের টাকা কোথা থেকে আসে এ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মেহেদী ইমাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে বিধিমতো ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.