নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে ভয়াবহ অগ্নিকাÐে ১৯টি মাছের আড়ত পুড়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহনের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে আগুন লাগার সঠিক কারণ ফায়ার সার্ভিসসহ কেউ জানাতে পারেনি। ক্ষতিগ্রস্ত আড়তদাররা হলেন, কামাল উদ্দিন, মহিউদ্দিন জুলফিকার, সিরাজ মেম্বার, মহিউদ্দিন, জামাল, কুট্টি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, আলী মোস্তফা বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার, আনোয়ার ও জাকিরের মাছে গদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাÐের কারণ জানাতে পারেনি। তবে ক্ষতি ৬লক্ষ টাকা হয়েছে বলে তারা প্রাথমিক রিপোর্ট পেশ করেন তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.