নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ, আদর্শ ও অবদান একদিন দেশের জনগণ সঠিকভাবে বুঝবে এবং সম্মান জানাবে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে বরিশাল সদর রোডস্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নারী নেতৃত্ব ও পেশাজীবী নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। নিজের বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করেছেন, তবুও স্বৈরশাসকের অন্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে কখনও বিরত থাকেননি।’
তিনি আরও বলেন, ‘স্বৈরশাসকের আরাম-আয়েশের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি জেল ও মৃত্যুকে আলিঙ্গন করেছেন। স্বৈরাচারী হাসিনার কারাগারে তাঁকে পয়জনিং করা হয়েছিল, যা আজও তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে। যদি তিনি প্রস্তাব মেনে দেশে বাইরে আরাম-আয়েশে থাকতেন, তাহলে হয়তো শারীরিকভাবে সুস্থ থাকতেন, কিন্তু দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা হ্রাস পেত।
রহমাতুল্লাহ নারী নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা পৌঁছে দিন, যাতে আগামী প্রজন্ম, বিশেষ করে নারী সমাজ, অনুপ্রাণিত হয়।
সভা শেষে রহমাতুল্লাহ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.