নিজস্ব প্রতিবেদক : সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮০ কোটি টাকার সন্দেভাজন জমা হওয়ার অভিযোগে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে এজাহারটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, আসামি আবুল হাসানাত আব্দুল্লাহ সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে ও অসাধু উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি নিজের ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে সন্দেহভাজনভাবে প্রায় ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকা ৮৫ পয়সা জমা হওয়ার প্রমাণ মিলেছে। যা তার বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
দুদক বলছে, আবুল হাসানাত আব্দুল্লাহর নামে ১০ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৭০৫ টাকার স্থাবর সম্পদ এবং ৩৯ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫০ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। পারিবারিক ব্যয়সহ মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৫৭ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৪১৭ টাকা। যার মধ্যে বৈধ আয় পাওয়া যায় ৩৭ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৬৫৮ টাকা। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.