নিজস্ব প্রতিবেদক||জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
এর আগে দিবাগত রাত ১টা ১৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।
তার আগে রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে বলে জানান।
এ ছাড়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ডা. জাহিদ জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করা হবে কিনা, এমন তথ্য পাওয়া যায়নি।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.