প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
বাবুগঞ্জে যুবদল যুগ্ম-আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ কেদারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম-এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রকিবুল হাসান খান রাকিব স্বাক্ষরিত এ নোটিশে উল্লেখ করা হয়, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় রয়েছেন এবং দলীয় নির্দেশনা অমান্য করেছেন। কেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে তাকে ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব প্রদান না করলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব জানায়, দলের শৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। বাবুগঞ্জ উপজেলা যুবদল বর্তমানে সাংগঠনিক তৎপরতা জোরদারে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.