ঝালকাঠিতে কৃষকের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Barisal Crime Trace -IS
প্রকাশিত মে ১২ বৃহস্পতিবার, ২০২২, ০৭:৫৪ অপরাহ্ণ
মাসুম খান, ঝালকাঠি: ঝালকাঠিতে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ২৭ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ঝালকাঠি খাদ্য বিভাগ এ কার্যক্রম শুরু করে। সকালে জেলা প্রশাসক মো. জোহর আলী ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে কৃষক ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারছেন বলেও জানান কৃষি কর্মকর্তারা।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন জানান, ঝালকাঠি জেলায় এক হাজার ৭৫ মেট্রিকটন ধান কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ৪৯১ মেট্রিকটন, নলছিটিতে ৫৫৪, রাজাপুরে ১৬ ও কাঁঠালিয়ায় ১৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। ধানের পাশাপাশি চালও সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। জেলায় এক হাজার ৭০৫ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজ, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন ও খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এস এম মোহেববুল্যাহ।