স্টাফ রিপোর্টার, মুলাদী : বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামে বজ্রপাতে রবিউল (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আনুমানিক ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আকাশে মেঘ দেখে মাঠে গরু আনতে গিয়ে রবিউল বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রবিউল জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে। পেশায় প্রবাসী ছিলেন। দেশে এসে গৃহস্থলি কাজকর্ম করতেন।