চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি// ভোলার চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে পিতা মো. ফারুক হোসেন (৪৫)-কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর চরফ্যাশনের ফজলুর রহমান সড়কের অধ্যক্ষ দুলাল মিয়ার বাড়ির পিছনের বিল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, মরদেহটি খাদিজা আক্তার খুকী (২০) উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।
ঘটনার দিন বরিশালে ফারুক হোসেন তার বোনের বাড়ি যাওয়ার পথে পিতা-কন্যার মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় ফারুক মেয়ে খাদিজার গলা টিপে হত্যা করে তার মরদেহ বিলের মধ্যে ফেলে দেন। পরে ফারুক হোসেনকে পুলিশ গ্রেফতার করলে তিনি এসব কথা আদালতে স্বীকারোক্তি দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি মো. হযরত আলী হিরণ, এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ বলেন, ন্যায়ের ভিত্তিতেই রায় দেওয়া হয়েছে।
এদিকে রায় ঘোষণার পর স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ রায়কে ন্যায়সংগত ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.