পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ২৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে, জেলার বিভিন্ন থানায় আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা স্থানীয় ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে হারানো মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশ সুপার জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময় তৎপর থাকবেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.