নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পেশাদার সাংবাদিকরা।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, মারুফ হোসেন এবং রাসেল শিকদার। তাদের কাছ থেকে স্বাধীন সংবাদ, আমার বাংলাদেশ, এবং এসবি টিভি নামের তিনটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি সংবাদ সংগ্রহের বুম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষক মার্টিন সৌরভ চৌধুরীর কাছে প্রাইভেট পড়ানোর অভিযোগ তুলে চাঁদা দাবি করে সাংবাদিক নামধারী তিন ব্যক্তি ও এক নারী। শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি প্রদর্শন করে ও মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দেয়। পরে শিক্ষক বিষয়টি বরিশাল প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হাতেনাতে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, “এখান থেকেই ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিরোধ শুরু হলো। অপসাংবাদিকতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খান রুবেল জানান, “আমরা বরিশালের ১৫টি পেশাদার সাংবাদিক সংগঠন মিলে একটি অ্যাকশন কমিটি গঠন করেছি। আজকের ঘটনাটি সেই কমিটির তৎপরতারই ফল। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।”
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “দুইজনকে সাংবাদিকরা আমাদের কাছে হস্তান্তর করেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বরিশালের পেশাদার সাংবাদিক সংগঠনগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে চাঁদাবাজি বেড়ে গেছে। এ বিষয়ে তারা সামাজিক ও প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.