বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী পাবলিক মাঠে মাসব্যাপী মেলার আয়োজন নিয়ে তীব্র অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছে। আসন্ন বার্ষিক পরীক্ষা, হাসপাতালের অদূরে এবং এটি আবাসিক এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এই আয়োজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় তুলেছেন।
যদিও মেলার প্রস্তুতি চলছে, পটুয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে যে তারা এই ধরনের কোনো মেলার অনুমতি দেয়নি।
শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও স্থানীয় পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরে অনেকেই মেলা বন্ধের দাবি জানিয়েছেন।
বাউফলে কর্মরত সংবাদকর্মী মশিউর মিলন তার ফেসবুক পোস্টে লিখেছেন, "বছরের নভেম্বর ডিসেম্বর মাস প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এসময়ে জনবহুল এলাকায় মাসব্যাপী মেলার আয়োজন বিতর্কিত সিদ্ধান্ত। বাউফল পাবলিক মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের নিন্দা জানাচ্ছি।"
এই আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মো. ইমরান হোসেন নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "খেলার মাঠ দখল করা ছাড়াও বাউফল পাবলিক মাঠের খুব কাছাকাছি কয়েকটা মসজিদ আছে, হাসপাতাল, ক্লিনিক এবং কিন্ডারগার্ডেন আছে, এটা একটা আবাসিক এলাকা বলতে গেলে এক রকম এবং এছাড়াও সামনের ডিসেম্বর মাসে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা, এই রকম একটা সময়ে মাসব্যাপী মেলার আয়োজন খুবই দুঃখজনক।"
পৌর শহরের বাসিন্দা ইমামুজ্জামান অনিক মেলা বন্ধের সরাসরি দাবি জানিয়ে তার ফেসবুক পোস্টে বলেন, "পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষাসহ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষা তাই পাবলিক মাঠের মেলা বন্ধ করার দাবি জানাচ্ছি। অতিদ্রুত খেলার মাঠকে উন্মুক্ত করা উচিত। আয়োজককারী নির্বোধদের সুবুদ্ধির উদয় হোক।"
এবিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী বলেন, "আমি এধরণের কোন মেলার অনুমতি দেইনি। এখনই স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিচ্ছি।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.