নিজস্ব প্রতিবেদক : বরগুনা পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা স্টাফ নিয়োগ ও সরকারি পরীক্ষা-নিরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পাথরঘাটা গোল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক স্বাস্থ্যসেবা সুবিধা বঞ্চিত মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক বদিউজ্জামাল সাহেদ এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ের সভাপতি মেহেদী শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাকিব হাসান, এরফান আহমেদ সোয়েন, মহিউদ্দিন এসমে, শফিকুল ইসলাম খোকন, মুজিবুর রহমান কালু, ইসরাত জাহান শিরিন ও সাংবাদিক আমিন সোহেল,ইমাম হোসেন নাহিদসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা জানান, ডেঙ্গু মহামারীর সময় পাথরঘাটা উপজেলায় প্রায় ৩ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা মাত্র তিনজন ডাক্তারের মাধ্যমে চলছে। স্থানীয় মানুষ বহুবার প্রতিবাদ করলেও এখনও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য জ্বর নিয়ে আসলেও রোগীকে বরিশাল স্থানান্তর করা হচ্ছে। প্রতিটি অ্যাম্বুলেন্সের সাইলেন্ট মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। মূল সমস্যা হলো ডাক্তার সংকট এবং ব্যবস্থাপনার অভাব।
বক্তারা বরগুনা সিভিল সার্জনের উদ্দেশ্যে হুশিয়ার করে বলেন, আপনি আমাদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করুন, আর যদি না পারেন, তাহলে এখান থেকে সম্মানজনকভাবে চলে যান। মানববন্ধনে আরও বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যক্তির মৃত্যুদূর্র্নিধারণের যন্ত্রপাতি পর্যন্ত নেই।
বক্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এই ধরনের অপ্রশিক্ষিত স্বাস্থ্য কমপ্লেক্স চাই না প্রয়োজনে এটি বন্ধ করতেও তারা প্রস্তুত। যদি দ্রুত সমস্যা সমাধান না হয়, তারা লংমার্চ করে সচিবালয় ঘেরাও করার মতো পদক্ষেপ নেবেন।
মানববন্ধনে আরও বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সের মান উন্নয়ন এবং যথাযথ ডাক্তার নিয়োগ না হলে এলাকার জনগণ সঠিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকবে। বক্তারা মনে করান, দেশের সাধারণ জনগণের ট্যাক্সের মাধ্যমে ডাক্তার তৈরি করা হয়, তবে বিনিময়ে জনগণ কি পাচ্ছে? এই অবস্থা সহ্য করা যাবে না।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.