নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মুলাদী উপজেলায় স্কুল যাওয়ার পথে হোঁচট খেয়ে দেওয়ালের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মো. হামীম নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হামীম মুলাদী পৌর শহরের মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
হামীমের স্বজনরা জানান, বাসা থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল হামীম। পথে সড়কে হোঁচট খেয়ে ডাকবাংলার সীমানা প্রাচীরের সঙ্গে সে মাথায় আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হামীমকে মৃত ঘোষণা করেন।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অশোক সেন জানান, ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান মাথায় আঘাত পেয়ে হামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।