মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালের দিকে পাথর বোঝাই একটি ট্রাক ওই বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় হঠাৎ ব্রিজ ভেঙে নিচে খালে পড়ে যায়। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে গেছে।
এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। কোনো যানবাহন পারাপার হতে পারছে না। তবে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন।
জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের প্রসস্তকরণ কাজের জন্য সাময়িকভাবে এ ব্রিজটি দেওয়া হয়েছিলে। এর পাশেই নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্রিজটি মেরামতে বিষয়টি সওজ বিভাগকে জানানো হয়েছে।