উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় নাবালিকা এইচএসসিতে পড়ুয়া ছাত্রীর ৬ মাসের মধ্যে দুই বিয়ে,অপরদিকে অপহরণ মামলায় গ্রেফতার হয়েছে যুবক। এ নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সুত্রে জানা যায়, উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের এক কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে সবুজ মুন্সি (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অপহৃত নেকি আক্তার এইচএসসির ছাত্রী ও শংকরপুর গ্রামের রাজ্জাক হাওলাদারের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, নেকি আক্তার তার খালাতো ভাই সপনিল (২৫) এর সাথে ৬ মাস পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয়। জানা যায় নেকি আক্তারের সাথে তেরোদ্রন গ্রামের আয়নাল হোসেনের ছেলে সবুজ মুন্সির সাথে বিয়ের পূর্বে প্রেমের সম্পর্ক ছিলো। তার অমতে বিয়ে দেয়ার কারনে পরবর্তীতে গত ১২ দিন পূর্বে তারা লাপাত্তা হয় এবং গোপনে তারা বিয়ে করে। এরপর এ ঘটনাকে পুঁজি করে ছাত্রীর মাতা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।
সে মামলায় ২১ অক্টোবর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে তাদের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২২ অক্টোবর সকালে উজিরপুর মডেল থানা পুলিশ তাদেরকে বরিশাল জেল হাজতে প্রেরণ করে। এদিকে এইচএসসিতে পড়ুয়া ছাত্রীর ৬ মাসের মধ্যে কিভাবে দুই জনের সাথে বাল্য বিয়ে হয় প্রশ্ন জনমনে? উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, অপহরণ মামলায় তাদের দুজনকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি সিদ্ধান্ত আদালত নেবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.