নিজস্ব প্রতিবেদক : ভোলার মনপুরা উপজেলায় পুকুর থেকে আলম মাঝি নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট গ্রামের নিজ বাড়ি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলম মাঝি একই গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে আলম নৌকা দেখতে যাবেন বলে ঘর থেকে বের হন। তার স্ত্রী বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও তিনি আর ঘরে ফেরেননি। এরপর সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন।
সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা বসতবাড়ি সংলগ্ন বেড়িবাঁধের বাইরে পুকুরের পাড়ে জামাল মাঝির ব্যবহৃত মোবাইল ফোন ও জুতা দেখতে পান। তখন জামাল মাঝির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা।
মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, পুকুর থেকে আলম মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.