গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি// পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে দলীয় পদ থেকে বহিষ্কার ও পুলিশ গ্রেপ্তার করেছে। মুকুল চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির একজন প্রভাবশালী কর্মী ছিলেন এবং যুবদলের ইউনিয়ন কমিটির সভাপতি পদ প্রত্যাশি।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সময়ের কণ্ঠস্বর অনলাইন পত্রিকার প্রতিনিধি আরেফিন লিমন হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে মুকুল প্যাদার বক্তব্য জানতে মুঠোফোনে ফোন করলে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে মাঝগ্রামের বাসিন্দা দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে গলাচিপা থানায় আশ্রয় নেন।
স্থানীয় সাংবাদিকরা রাতেই ওই দম্পতির সাক্ষাৎকার নেন, যেখানে দিলীপ দেবনাথ জানান, প্রায় ছয় মাস আগে মুকুল প্যাদা তাকে রাস্তায় পথরোধ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মুকুল প্যাদা। তিনি টাকা না দিতে চাইলে চলতিবছরের ২৪ মে তাকে মারধর করে বাম পা ভেঙে দেয় মুকুল। তখন থানায় জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই মুকুল ও তার ভাই আরিফ প্যাদা দিলীপ দেবনাথকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। স্থানীয় সাংবাদিকরা এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরদিন সকালে সাংবাদিক লিমন ফোনে আলোচিত ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর বক্তব্যের ভিডিওটি দ্রুত মুছে ফেলতে হুমকি দেন।
এদিকে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসার পর মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মেহেদী হাসান মুকুল প্যাদাকে প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি জানানো হয়, এ সিদ্ধান্তটি কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তি দলের পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক নিময়জুল ইসলাম ভূঁইয়া।
ঘটনার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চিকনিকান্দি এলাকা থেকে বহিস্কৃত কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদার বিরুদ্ধে দিলীপ দেবনাথ বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.