নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিনদুপুরে বরগুনার নদীতে প্রকাশ্যে মাছ ধরছেন কিছু অসাধু জেলে। ছোট ছোট ইঞ্জিনচালিত ট্রলারের মাধ্যমে তারা এ কার্যক্রম চালাচ্ছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার বিষখালী নদীতে জেলেদের মাছ ধরতে দেখা যায় কিছু জেলেকে।
স্থানীয়ভাবে সরেজমিনে ঘুরে দেখা যায়, ছোট ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে জেলেরা নদীতে জাল ফেলছেন। প্রতিটি ট্রলারে চার-পাঁচজন জেলে মিলে একসঙ্গে তারা এ কার্যক্রম চালাচ্ছেন।
কেউ কেউ আবার আগেই ফেলা জাল ট্রলারে তুলে নিচ্ছেন। এ সময় নদীর ধারে মাছ ধরতে থাকা ট্রলারের জেলেরা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ট্রলার চালিয়ে নিরাপদ স্থানে সরে যান।
পরে বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিষয়টি জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের জানানো হলে তারা দ্রুত অভিযান পরিচালনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে বেতাগী উপজেলার একটি টিম তাৎক্ষণিকভাবে অভিযানে যায়। এ সময় কিছু মাছ ধরার জাল উদ্ধার করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমরা খুবই সক্রিয়ভাবে কাজ করছি।
প্রতিদিনই নদী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কিছু অসাধু জেলে গোপনে মাছ ধরার চেষ্টা করছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত চলবে। এতে স্থানীয় প্রশাসন, নৌবাহিনী, মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সহযোগিতা করছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষা ও প্রজনন নিশ্চিত করতে গত ৩ অক্টোবর রাত ১২টা থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ পরিবহন, মজুদ, বিক্রি ও কেনাসহ সকল ধরনের লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.