জনসচেতনতা সৃষ্টিতে উজিরপুর যুব রেড ক্রিসেন্ট এর মাইকিং
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ৯ শুক্রবার, ২০২১, ১০:২৫ অপরাহ্ণ
উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর যুব রেডক্রিসেন্ট এর উদ্দোগে, স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী বার্তা প্রচারে গত ৬/৪/২১ থেকে ৯/৪/২১ পর্যন্ত চার দিন ব্যপি মাইকিং কার্যক্রম চলছে। উজিরপুর যুব রেড ক্রিসেন্টের উপজেলা দলনেতা,
সাইদুর রহমান জিদনী বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট এর সকল সদস্য মানুষের সেবায় নিরালস ভাবে কাজ করে যাচ্ছি। এবং যেকোনো পরিস্থিতিতে যুব রেড ক্রিসেন্টের সকল সেচ্ছাসেবীবৃন্দ মানুষের পাশে থাকবে। উক্ত কার্যক্রমে অংশ গ্রহণ করেন সহ: দল নেতা, মোঃ ওমর ফারুক, উপ- সহ: দল নেতা, মোঃ তারক ঢালী প্রমুখ।