পিরোজপুর প্রতিনিধি: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের মতো পিরোজপুরেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৫।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সি অফিস চত্বরে গিয়ে শেষ হয়।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, সদর সার্কেল নাসরিন জাহান, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মোবারক হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম, ট্রাফিক টিআই (প্রশাসন) মো. মনিরুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা ট্রাফিক বিভাগ দিনব্যাপী ট্রাফিক চেকিং অভিযান পরিচালনা করে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.