নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলার পয়সারহাট বন্দর ও আগৈলঝাড়া সদর বাজারে এই অভিযান পরচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।
দোকানে মূল্য তালিকা প্রদর্শণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে পয়সারহাট বন্দরে মুহাইমিন বেকারীকে ২০ হাজার টাকা, কাওছার ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা, সুরাইয়া ভ্যারাইটিজ স্টোরকে ৪ হাজার টাকা, আগৈলঝাড়া সদর বাজারে ইসলামীয় ফার্মেসীকে ৩০ হাজার টাকা, নাজাত ফার্মেসীকে ৫ হাজার টাকা, নবান্ন ক্যাফে রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, গাজী খাবার হোটেলকে ৩ হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.