নিজস্ব প্রতিবেদক : আড়িয়াল খাঁ নদী থেকে শতবর্ষী একটি বিশালাকার নোঙর উদ্ধার করেছে জেলেরা। যার ওজন আনুমানিক দেড় থেকে দুই টন।
ডুবুরিদের সহায়তায় গত দুদিন টানা উদ্ধার অভিযানে বরিশাল সদর উপজেলার হবিনগর গ্রামের জেলেরা নোঙরটি উত্তোলন করেন। জেলে জসিম বলেন, নদীতে পাঙাশ মাছ ধরার জন্য জাল ফেলা হয়।
এসময় দেখি জাল কিছু একটাতে আটকে গেছে। এতে দুই থেকে তিন লাখ টাকার জাল ছিঁড়ে নষ্ট হয়ে যায়। মনে করেছিলাম এটা হয়ত গাছের গোড়া হবে।
বিষয়টি কি তা জানার জন্য ডুবুরি নিয়ে আসি। প্রথমে একটি গাছের গোড়া ওঠানো হয়। পরে দুদিন মাটি খুঁড়ে পাঁচজন ডুবুরিসহ ৫০/৬০ জন লোক নোঙরটি উঠিয়েছে। এতে আমাদের ৪০/৫০ হাজার টাকা খরচ হয়েছে। নোঙরটি লম্বায় সাত ফুট। আমাদের ধারণা নোঙরটি ব্রিটিশ আমলের।
স্থানীয় ৭০ বছর বয়সি জেলে জামাল পঞ্চায়েত বলেন, জীবদ্দশায় কখনও আড়িয়াল খাঁ নদীতে বড় ধরনের কার্গো দেখিনি। আমার জন্মের আগে হয়ত এ নোঙরটি নদীতে পড়েছে।
ধারণা করছি এটা একশ বছর আগের। বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান বলেন, এটা রাষ্ট্রীয় সম্পদ। বিআইডব্লিউটিএকে অবহিত করাসহ তিনি নিজেও ঘটনাস্থল যাবেন। নোঙরটি কি করা হবে, তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.