নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট মোড়ে অসহায় নারী সালমা আক্তার-এর দীর্ঘদিনের কষ্ট ও স্বপ্নের গল্প বাস্তবে রূপ নিল জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সালমার জন্য জমিসহ একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন, যার নাম রাখা হয়েছে “শান্তির নীড়”।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন স্থানে নবনির্মিত ঘরটির উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার জাহানারা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, সার্ভেয়ার শাহজাদা, রহমতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধবপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
এসময় মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ১ লাখ ৭৫ হাজার টাকার একটি চেক সালমা আক্তারের হাতে তুলে ধরা হয়।
উল্লেখ্য, রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অসহায় সালমা আক্তার ২০ বছর আগে ধর্ষণের শিকার হয়ে একটি সন্তান জন্ম দেন। ওই সন্তানের পরিচয় এবং বিচারের দাবীতে সালমা আক্তার আদালতে মামলা করেন। মামলায় আদালত ওই সন্তান ও সালমা আক্তারের ভরণপোষণ বাবদ ১২ লাখ টাকা মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে বহন করতে বলে।
বিষয়টি বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানতে পেরে উপজেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও কয়েকটি এনজিওর সহযোগিতায় রহমতপুর এয়ারপোর্ট মোড় সংলগ্ন একটি জমি ক্রয় করে টিনসেট পাকা ঘর "শান্তির নীড়" নির্মাণ করে দেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.