স্পোর্টস ডেস্ক : গত বছরের মতো এবারও বিসিবি উদ্যোগ নিয়েছিল ঐতিহাসিক স্থাপনায় বিপিএল ফাইনালের আগে ফটোসেশনের। এবার ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলকে বেছে নেওয়া হয়েছিল ভেন্যু হিসেবে। কথা ছিল বৃহস্পতিবার সকালে সেখানে যাবেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। তবে সেখানে তাদের দেখা যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফটোসেশনের উদ্যোগের কথা আগের দিনই জানিয়ে রেখেছিল। এতে নির্ধারিত সময় সকাল দশটার আগেই সেখানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীরা।
ফাইনালের এই ফটোসেশন বরিশালের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং কুমিল্লার প্রতিনিধি হিসেবে ছিল জাকের আলী।
আহসান মঞ্জিলে কেন যাননি ব্যাখ্যা দিলেন বরিশাল অধিনায়ক তামিম? এনিয়ে নিজে সোশ্যাল মিডিয়া ফেসবুকেজিানান বিস্তারিত। তামিম লিখেছেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি, এজন্য দুঃখপ্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।
তবে গতকাল রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি, অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে। জায়গাটি যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনা, ট্রফি উন্মোচনের আয়োজনটি নির্দিষ্ট ওই সময়েই করার কিছু বাধ্যবাধকতাও ছিল।
আমি ব্যক্তিগতভাবে সবসময়ই বিপিএলকে অনেক মূল্য দিয়েছি এবং এই টুর্নামেন্টকে ওপরে তুলে ধরার চেষ্টা করেছি। কখনোই এই টুর্নামেন্টকে কোনোভাবে খাটো করতে চাইনি। বিপিএলের জন্য কোনো কিছু করার সুযোগ পেলে ভবিষ্যতেও এগিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তবে আজকের পরিস্থিতিতে আমার কোনো উপায় ছিল না এবং এজন্য আবারও দুঃখপ্রকাশ করছি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.