কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ার পাটিখালঘাটা ইউনিয়নের প্রবাসী মাহবুব হাওলাদার স্ত্রী তানিয়া (২৫) কে শ্বশুরবাড়ির পৈত্রিক সম্পত্তির জন্য পিটিয়ে জখম করেন দুর্বৃত্তরা।
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। ৫ তারিখ সোমবার পারিবারিক এবং সালিশ দের নিয়ে বৈঠক চলাকালীন সময় অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় জাকির হোসেন হাওলাদার এবং তার সহযোগী পরিবাররা। আহত অবস্থায় কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়া ভর্তি অবস্থায় আছেন তানিয়া।
তিনি আরো বলেছেন, ওই সময় আমার ১ভরি স্বর্ণের চেইন হারিয়ে যায়। তানিয়া জানিয়েছেন জাকির হোসেন হাওলাদার তিনি রাজনৈতিক কর্মকাণ্ড সাথে জরিত তার জন্য আমাদের শ্বশুরবাড়ির পৈত্রিক সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন ভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি আইন প্রতি শ্রদ্ধা রেখে সুষ্ঠু বিচার দাবি করছি।