নিজস্ব প্রতিবেদক :ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর ‘ধাওয়া দিয়ে’ এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সাদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। যার ফলে বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।
প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় না জানালেও তার কাছ থেকে সংশ্লিষ্ট ‘আরও অনেকের’ নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইবনে মিজান।
তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম পেয়েছি। আমরা আশা করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমার বিষয়টি কঠোরভাবে দেখছি, কতিপয় দুস্কৃতিকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করে যাচ্ছি।
আটক যুবকের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে আরও ‘যাচাই-বাছাইয়ের’ প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন উপকমিশনার মিজান।
তিনি বলেন, এখানে পুলিশ মোতায়েন রয়েছে, এ এলাকায় টহল টিম জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আমাদের অফিসে ককটেল নিক্ষেপ করে পালানো সময় আনসার-পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.