বরিশাল প্রতিনিধি // জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি উপলক্ষে দেয়ালিকা ও প্রকাশ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা ও প্রকাশ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং সচেতন নাগরিক গড়ে তোলার বিষয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।
দেয়ালিকা ও প্রকাশ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক, সমাধান ও করণীয় নিয়ে চমৎকারভাবে তাদের সৃজনশীল চিন্তা ও প্রতিভা উপস্থাপন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।
বিদ্যালয়ের শিক্ষক আঃ রব অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা জলবায়ু পরিবর্তন প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেছে।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.