আন্তর্জাতিক ডেক্স :বিজ্ঞাপন প্রচারের জেরে ট্রাম্পের রোষানলে পড়তে যাচ্ছে কানাডা। দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প বলেছেন, বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্ক নিয়ে নেতিবাচক তথ্য প্রচার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু কানাডা তা করেনি। গতরাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালেও বিজ্ঞাপনটি প্রচার করেছে। এটি একটি প্রতারণা।
তিনি বলেন, বিকৃত তথ্য উপস্থাপনের কারণে কানাডার ওপর বর্তমান আরোপিত শুল্কের ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হবে। মালয়েশিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে এই বার্তাটি পোস্ট করেন ট্রাম্প।
শুক্রবার কানাডায় মেজর লীগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের প্রথম খেলায় সম্প্রচারের সময় ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয়। যেটি কানাডার অন্টারিও প্রদেশের উদ্যোগে তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের এক ভাষণে সম্প্রচার করা হয়।
এদিকে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ট্রাম্পের নতুন ঘোষিত এ শুল্ক কোন পণ্যে প্রয়োগ করা হবে তা এখনো জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.