নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের পলাশপুর এলাকার আলোচিত মাদকবিক্রেতা সুুখী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের একটি টিম শুক্রবার নগরীর ৫ নং ওয়ার্ডের হাজীবাড়িতে অভিযান চালিয়ে এই মাদকবিক্রেতাকে গ্রেপ্তারে সফলতা পেলেও পালিয়ে রক্ষা পেয়েছেন সহযোগী সিমা আক্তার।
পুলিশ জানিয়েছে, পলাশপুর হাজীবাড়িতে সাইদুর রহমানের ভাড়াটিয়া বাসায় সুখী আক্তার এবং তার সহযোগী সিমা আক্তার মাদক নিয়ে অবস্থান করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অপরাহ্নে সেখানে এসআই এসআই হরষিতের নেতৃত্বে পুলিশের একটি টিম হানা দেয়। এবং ৮২ পিস ইয়াবাসহ সুখী আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বাসাটিতে প্রবেশের আগেই টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন সিমা আক্তার।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, পলাশপুর থেকে এক নারী মাদকবিক্রেতাকে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করলেও তার সহযোগী সিমা আক্তার পালিয়ে গেছেন। তাদের দুজনকে অভিযুক্ত করে মামলা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সুখী আক্তার নামের নারীকে আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।’
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.