নিজস্ব প্রতিবেদক : কর্মক্ষেত্রে বিশেষ অবদান রেখে আবারও প্রশংসিত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিম। কোতয়ালি পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ নাসিম অনুরূপ ভূমিকা রেখে এরআগেও পুরস্কৃত হয়েছেন। গত ২৩ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই মাঠপুলিশ কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, এসআই গোলাম মো. নাসিম সাবেক কর্মস্থল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। এবং তিনি প্রতিটি কর্মস্থলে সৎ-স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থেকেছেন। বরিশালে এসেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন। বিশেষ করে কোতয়ালি মডেল থানার আওয়াতাধীন স্টিমারঘাট ফাঁড়ি ইনচার্জ হিসেবে যোগদানের পরে মাদকের বিরুদ্ধে এক ধরনের জিহাদ ঘোষণা করে বিক্রেতাদের দৌড়ের ওপরে রাখেন।
পুলিশ কর্মকর্তা নাসিম একাধিক চিহ্নিত মাদকবিক্রেতা ও সন্ত্রাসী গ্রেপ্তার করে শীর্ষ কর্মকর্তাদের নজর কাড়েন। বিশেষ করে মাদকের আখড়া হিসেবে পরিচিত শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনীতে (কেডিসি) নেশা বিক্রি বন্ধে তিনি কঠোর ভূমিকা রাখেন। তার এই ভূমিকা নিয়ে বরিশাল পুলিশের শীর্ষমহলে ইতিবাচক আলোচনা শোনা যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, এসআই নাসিম কর্মকে গুরুত্ব দিয়ে নিজের যোগ্যতা প্রমাণে সক্ষম হয়েছেন। ফলশ্রুতিতে তিনি বারংবার প্রশংসিত হচ্ছেন, পাচ্ছেন সম্মাননাসূচক পুরস্কার। তার এই প্রাপ্তি মাঠপুলিশের অপরাপর সদস্যদের মধ্যে কর্মস্পৃহা বাড়িতে তুলেছে।
এই সম্মাননা ক্রেস্ট প্রাপ্তিতে এসআই নাসিম পুলোকিত হয়েছেন। তিনি জানান, তার কাজের মূল্যায়ন করেছে পুলিশ বিভাগ। এতে কর্মের প্রতি তার আন্তরিকতা আরও বৃদ্ধি পেয়েছে। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে তিনি ফাঁড়ির আওতাধীন বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন।’
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.