খেলা ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন খুলনা বিভাগের স্পিনার আফিফ হোসেন ধ্রুব। তার হ্যাটট্রিকে দ্বিতীয় দিন শেষে চাপে পড়েছে বরিশাল বিভাগ।
প্রথম ইনিংসে খুলনার ৩১৩ রানের জবাবে ১২৬ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বরিশাল। ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৪ উইকেটে ১১৯ রান করেছে বরিশাল। ৬ উইকেট হাতে নিয়ে ৬৮ রানে পিছিয়ে বরিশাল।
শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান করেছিল খুলনা বিভাগ। বাকী ১ উইকেটে মাত্র ১ রান যোগ করে ৩১৩ রানে অলআউট হয় খুলনা।
বরিশালের রুয়েল মিয়া ও মইন খান ৩টি করে উইকেট নেন।
জবাবে আফিফের স্পিন ঘূর্ণিতে ১২৫ রানে ৭ উইকেট হারায় বরিশাল। এসময় ৩ উইকেট নেন আফিফ। তবে ৩ উইকেট নিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। ৪২তম ওভারের প্রথম তিন বলে বরিশালের শামসুল ইসলাম অনিককে ২, ইয়াসিন আরাফাত মিশুকে এবং রুয়েল মিয়াকে খালি হাতে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন আফিফ। তিন ব্যাটারকেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি।
১০.৫ ওভার বল করে ৩১ রানে ৬ উইকেট নেন আফিফ। তবে এটি প্রথম শ্রেনির ক্রিকেটে তার সেরা বোলিং নয়। ২০১৮ সালে রাজশাহী বিভাগের বিপক্ষে খুলনার হয়ে ৬৭ রানে ৭ উইকেট শিকার করেছিলেন আফিফ।
ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি বরিশাল। ১১৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। ইফতেখার হোসেন ৪০ ও ফজলে মাহমুদ ৩২ রানে আউট হন। শামসুর রহমান ২৪ ও তাসামুল হক ৩ রানে অপরাজিত আছেন।
নাহিদুল ইসলাম ২টি উইকেট নেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.