নিজস্ব প্রতিবেদক : জেলার কাউখালী উপজেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে কাউখালী উপজেলার উত্তর বাজারের পুরাতন বালুর মাঠে এ কর্মশালার আয়োজন করে উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান।
উপজেলা বিএনপি'র সভাপতি আহসান কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে মাঠপর্যায়ে সদস্য সংগ্রহ অভিযানকে আরও গতিশীল করার আহ্বান জানান। চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপির তৃণমূল সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.