পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের আংশিক কমিটি গঠন
Barisal Crime Trace -FF
প্রকাশিত জুন ২০ সোমবার, ২০২২, ০৩:৪৫ অপরাহ্ণ
লালমোহন প্রতিনিধি: ‘মুজিববাদ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ এ প্রতিবাদে সারাদেশে কাজ করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
তারাই ধারাবাহিকতায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পূর্ব) শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ লালমোহন উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান ওমর ও সাধারণ সম্পাদক আবিদ সাজ্জাদ এ কমিটি ঘোষণা করেন।
আগামী এক বছরের জন্য গঠিত ১৩ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটিতে মো. রায়হান ইসলাম রাকিব বেপারীকে সভাপতি ও মো. রাকিব হাসান সোহানকে সাধারণ সম্পাদক করা হয়।
অন্যদিকে এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মেহেদী হাসান, মো. জুবায়ের বেপারী ও মো. কামরুল ইসলাম বেপারীকে। এছাড়াও নবগঠিত আংশিক এ কমিটিতে মো. নাঈম চৌধুরী, মো. শাহরিয়ার নাফিজ ও মো. সাব্বির ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নব গঠিত এ কমিটির সকলে সর্বদা মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করাসহ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের হাতকে শক্তিশালী করতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।