হামিদপুর হামিদিয়া দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


ebdn প্রকাশের সময় : জুন ২১, ২০২২, ৮:৪৮ পূর্বাহ্ণ /
হামিদপুর হামিদিয়া দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ উপজেলার মাদ্রাজ  ইউনিয়নের হামিদপুর হামিদিয়া দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ জুন) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে  পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মাদ্রাসার  চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

 

অত্র মাদ্রাসার সুপার শাহ মাওঃ মোঃ কামাল উদ্দিন’র সভাপতিত্বে  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাজ ইউপির প্যানেল চেয়ারম্যান  হারুন অর রশিদ কিবরিয়া, উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মান্নান, উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালেহ উদ্দিন,অত্র মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আমির হোসাইন,  সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জামাদার, চরফ্যাশন করিমজান কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক,দক্ষিণ ফ্যাশন শামসুল উলুম দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার  প্রমুখ।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,অত্র এলাকার ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, অভিভাবকবৃন্দ  সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ও অতিথিবৃন্দের বক্তব্যের পর শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ দিনের অভিব্যক্তি জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আমরা স্যারদের কোনদিন ভুলতে পারব না। এতটা বছর এই মাদ্রাসায়  তারা আমাদেরকে সন্তানের মত পড়ালেখা শিখিয়েছেন।