নিজস্ব প্রতিবেদক : জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিস থেকে জেলেদের মাঝে গরু বিতরন করা হয়। সরকারী নির্দেশ অমান্য করে সেই গরু উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের এক জেলে বিক্রি করে দিয়েছে।
এমনকি তার বসত ঘরের সামনে বসে ওই গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে ওই জেলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা মৎস্য অফিস থেকে চলতি বছরের ১৭ জুন ৯৫ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলার আহুতি বাটরা গ্রামের রহমালী মোল্লার ছেলে মৎস্য অফিসের ১০০৬০২০০৭৯০০০২৮৮ নং কার্ডধারী জেলে আব্দুর রব মোল্লা একটি বকনা বাছুর পায়। ওই বকনা বাছুর মৎস্য অফিসকে না জানিয়ে সরকারী নির্দেশ অমান্য করে গরু পাওয়ার পাঁচ মাস না হতেই ২৫ অক্টোবর জেলে আব্দুর রব মোল্লা নিজ বসত ঘরের সামনে ওই গরু জবাই করে বিক্রি করে। এঘটনা জানতে পেয়ে উপজেলা মৎস্য কর্মকতার্ মানিক মল্লিক গতকাল সোমবার সকালে ঘটনাস্থন পরিদর্শন করেন।
এব্যাপারে জেলে আব্দুর রব মোল্লা মৎস্য অফিসের দেওয়া গরু পাশ্ববর্তী বাড়ির চাঁন মিয়া মোল্লার ছেলে শহিদ মোল্লার কাছে বিক্রির কথা স্বীকার করে বলেন, শহীদ মোল্লা আমার বসত ঘরের সামনে বসে ওই গরু জবাই করে ভাগা দিয়ে বিক্রি করেছে।
এব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার্ মানিক মল্লিক বলেন, গরু বিক্রির বিষয়ের সত্যতা স্বীকার বলেন আমাদের দপ্তরের দেওয়া গরু বিক্রি করা দন্ডনীয় অপরাধ। কেউ বিক্রি করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.