নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি হতে সোমবার পর্যন্ত আগ্রহ দেখিয়েছে মাত্র দুটি কোম্পানি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, এসএস গ্রুপ কাগজপত্র জমা দিয়েছে কুমিল্লা ফাইটার্স নামে। আবেদনের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার দিয়েছে তারা।
রিমার্ক হারল্যানের ঢাকা ক্যাপিটালসও ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছে সোমবার। ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকার পে অর্ডার ছাড়া রাজশাহী থেকে একটি প্রতিষ্ঠান আবেদন জমা দিতে এলে বিপিএল গভর্নিং কাউন্সিল তা গ্রহণ করেনি।
মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করা যাবে। রাতে নাভানা টাওয়ারে সভা শেষে সংবাদ সংম্মেলন করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। মঙ্গলবার শেষদিন বেশ কয়েকটি প্রতিষ্ঠান আবেদন জমা দিতে পারে বলে জানা গেছে। এর মধ্যে আছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স।
তবে আসন্ন আসরে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থাকছে না। আর্থিক কারণে বর্তমান স্লটে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখাচ্ছে না ফরচুন শুজের মালিক মিজানুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজেদের অবস্থান ব্যাখ্যাও করেছেন তিনি। সোমবার মিজানুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিপিএলে থাকা সম্ভব হবে না।
চট্টগ্রাম থেকে একটি বড় গ্রুপ ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখিয়েছে বলে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন কর্মকর্তা। মেঘনা গ্রুপের আলোচান থাকলেও বিপিএলে আগ্রহী না তারা। শেষপর্যন্ত রংপুর ছাড়া বিপিএলে বড় কোনো কোম্পানি নাও দেখা যেতে পারে।
এবার বিপিএলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকা পরিচালকদের লিখিত ঘোষণা দিতে হবে। একজন পরিচালক বলেন, ‘স্বচ্ছতার কারণে পরিচালকদের বলা হয়েছে কে কোন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছে সেটা লিখিতভাবে জানাতে। কেউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকলে বিপিএল গভর্নিং কাউন্সিলে থাকতে পারবে না। তাকে আগে পদত্যাগ করতে হবে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই এতে নীতিগত সম্মতি দিয়েছেন।
নির্বাচনের পর বিসিবির নবনির্বাচিত কমিটি বিপিএল আয়োজনে উদ্যোগী হয়। এ মাসে ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয়। ২৮ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ সময়। আজ বোঝা যাবে কেমন হতে পারে নতুন সাইকেলের বিপিএল।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.