পাথরঘাটায় হরিণের গোশত, মাথা ও পা উদ্ধার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুন ২৩, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ /
পাথরঘাটায় হরিণের গোশত, মাথা ও পা উদ্ধার

স্টাফ রিপোর্টার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটায় সাত কেজি হরিণের গোশত, ২টি মাথা ও ৮টি পা উদ্ধার করেছে স্থানীয় নুর আলম। উদ্ধারকৃত গোশত, মাথা ও পা পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের জ্বিনতলা বেড়িবাঁধ এলাকা থেকে এগুলো বনবিভাগ জব্দ করে।

এর আগে ভোর ৫টার দিকে স্থানীয় নুর আলম হরিণের গোশত , মাথা ও পা উদ্ধার করেন।