চরফ্যাশনে পুকুরে ধরা পড়েছে সাকার মাউথ ক্যাটফিশ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুন ২৩, ২০২২, ১২:১৬ অপরাহ্ণ /
চরফ্যাশনে পুকুরে ধরা পড়েছে সাকার মাউথ ক্যাটফিশ

স্টাফ রিপোর্টার, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়েছে সাকার মাউথ ক্যাটফিশ প্রজাতির মাছ।

আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ আইচা থানার ৫ নং ওয়ার্ডের মামুন নামের এক ব্যক্তি পুকুরে মাছ ধরতে গেলে তার জালে উঠে আসে একটি বিরল প্রজাতির মাছ।

মাছটিতে মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ, শরীরে বাদামি রং, সারা গায়ে সারি সারি ছোট কাটা এবং ছোট কালো রংঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। ৮ শত গ্রাম ওজনের ৩২ ইঞ্চি লম্বা। মাছটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। মাছটি দেখতে বাড়ির আশে পাশের লোক ভিড় জমায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বিষয়টি নিশ্চিত করে বলেন- মাছটি সাকার মাউথ ক্যাটফিশ বা অ্যাকুরিয়াম মাছ নামে পরিচিত। এ মাছ খায়না, এটি বিস্বাদ, অনেকে অ্যাকুরিয়ামে শোভাবর্ধনকারী হিসেবে রাখেন।