নিজস্ব প্রতিবেদক :জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৫
জামালপুর-টাঙ্গাইল মহা সড়কের দিগপাইত ইজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় মাষ্টার্স পরীক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। গুরুত্ব আহত হয়েছে শিশুসহ ৫ জন। ঘটনাটি সোমবার দুপুরে জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এলাকায় ঘটেছে। নিহতরা হলেন,সরিষাবাড়ি উপজেলার আরিফা আক্তার (২২) একই উপজেলার সামছ উদ্দিনের মাষ্টার্স পরীক্ষার্থী কণ্যা সুমাইয়া সিথি (২২), আরেকজন একই উপজেলার শানাকৈর এলাকার হায়দার আলীর মাষ্টার্স পরীক্ষার্থী পুত্র রাশেদুজ্জামান ওরফে রাশেদ(২২) অপরজন জামালপুর সদর উপজেলা তিতপল্লা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের কৃষক ছেলে চাঁন মিয়া(৬২)।
পুলিশ সুত্র জানায়, সোমবার দুপুরে যাত্রাবাহী একটি ইজি বাইক দিগপাইত উপশহর থেকে জামালপুরের দিকে ছেড়ে আসে। পরে দিগপাইতের জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এলাকায় ইজিবাইকটি পৌছাল বিপরীত দিক থেকে আসা একটি কভার্ট ভ্যান এসে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে ঘটনা স্থলেই মাষ্টার্স পরীক্ষার্থী রাশেদুজ্জামান নিহত হন।
পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মাষ্টার্ষ পরীক্ষার্থী সুমাইয়া সিথি,আরিফা আক্তার এবং কৃষক চাঁন মিয়ার মুত্যু হয়।
নিহত চান মিয়ার ভাতিজা রাজমিস্ত্রি ছানোয়ার হোসেন বলেন,আমার চাচাসহ চাচী সোমবার সকালে সরিষাবাড়িতে ডাক্তার দেখিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
এ ব্যাপারে জামালপু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.