নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়ার জেলায় সরকারি এক স্কুল ভবন ধসে কমপক্ষে চার শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে ৩০ জনেরও বেশি শিশু আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) পিপলোদি নামক প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে অভিযান চলছে।
ঝালাওয়ারের পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার পিটিআইকে জানিয়েছেন, দশটি শিশুকে উদ্ধারের পর ঝালাওয়ারের হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর। পুলিশ আরও জানিয়েছে, শিক্ষক ও গ্রামবাসীদের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করা হচ্ছে। হতাহত আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.